নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন RAB এর মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশের পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান এসবি)।
আজ সোমবার দুপুরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় পুলিশের ডিআইজি জনাব খোরশেদ আলম ও RAB অতিরিক্ত মহাপরিচালক জনাব আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস