নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামের পান ব্যবসায়ী বিপুল চন্দ্র দাশ(৫০) নিখোঁজ হয়েছেন। ১৪ আগষ্ট (রবিবার) বিকেল থেকে তার ব্যবহৃত মোবাইল ০১৭২১৩৮৮২৭৭ নম্বরে ফোন করে বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে ১৫ আগষ্ট (সোমবার) নিখোঁজের ছোট ভাই দেবব্রত চন্দ্র দাশ নড়াগাতী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নম্বর-৫১২।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ আগষ্ট (শনিবার) সকালে ব্যবসায়ের বকেয়া টাকার হিসাব আনতে বিপুল ঢাকার গাজীপুরের কোনাবাড়ী পানের আড়তে যান। পরদিন দুপুরে তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা হলে জানায়, বিকেলে টাকা পাওয়ার কথা আছে, পেলে রাতে নতুবা ভোরে বাড়ীর উদ্যেশ্যে রওনা হবে। কিন্তু এখনো বাড়ী ফিরে না আসায় এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার পররিবার দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজ বিপুলের পরিবার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।