শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৮ জন রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতর, নড়াইলের আয়োজনে এ চেক বিতরণ করেন ।
এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।ক্যান্সার ২১ জন, লিভার সিরোসিস ১ জনএবং স্ট্রোকে প্যারালাইজ ৬ জন মোট ২৮ রোগীর মাঝে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) ফকরুল আসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, অনুদান প্রাপপ্তরা এ সময়উপস্থিত ছিলেন।