Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সিনিয়র আইসটি সচিব ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত জ্ঞানের বিকপ্ল নেই

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ১৯, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও যোগায়োগ প্রযুক্তি ( আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, বিশ্বের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তির উন্নয়ন করতে হবে। আগামী প্রজম্মের প্রতেক শিশুকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

গতকাল শুক্রবার বিলেক সাড়ে ৫টায় চিতলমারীর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল বিবাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধি সমাজ ও শিক্ষার্থীদের সাথে ডিজিটাল সংযোগ স্থাপন ( ইডিসি) শীর্শক প্রকপ্লের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

আইসিটি সচিব আরো বলেন, একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সপ্ন দেখেছিল একটি প্রযুক্তিগত সোনার বাংলা।তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে দেশের অগ্রগতি। এ অগ্রগতির মাধ্যমে আমরা যেন একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে পারি এবং সম্পাদও সেবার সুষম বন্টন করতে পারি এটাই আমদের লক্ষ্য।আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে যা অর্জন করেছেছি তা অকিত্রম করতে পারলে ভবিষ্যত প্রজম্মের জন্য আরো সুযোগ তৈরি হবে।

ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) প্রকপ্লপরিচালক ,ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকপ্ল ড. খন্দকার আজিজুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),মোঃ হাফিজ- আল- আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, ওসি এ,এস এম কামরুজ্জামান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।