শাফকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং কলাতলা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদশা শেখের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ইউনিয়নের চর চিংগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অলিউজ্জামান লেন্টু খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিপ্লপতি হাজি সাহীদুর রহমান,আওয়ামী লীগ নেতা স,ম রকিবুজ্জামান, স,ম গোলাম সরোয়ার, প্রাক্তন প্রধান শিক্ষক গনেশ চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক হায়দার শেখ,কলাতলা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মেশকাত আহম্মেদ, সৈয়াদ দেলোয়ার হোসেন,ছাত্রলীগ নেতা খালিদ হাচান, নজরুল ইসলাম ফকির,তাভীর আহম্মেদ প্রমুখ।