নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাড়াশি অভিযান চালিয়ে ৯’শ পিচ ইয়াবাসহ মোঃ সাগর শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় জিকরুল শেখ(৩৫) ও মুজাহিদ শেখ(৩৪) নামে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মোঃ সাগর শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান নবধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় অপর দুই আসামী জিকরুল ও মুজাহিদ পালিয়ে যায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদবদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।