Nabadhara
ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর থানায় সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন

Link Copied!

সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়েছে। “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করুন” এই ¯ স্লোগান নিয়ে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়। মনিটরিং সেলে কয়েকটি বিধি নিশেধ দেয়া হয়েছে, যে বিধি নিশেধ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, ১. বিনা অনুমতিতে অন্য কোন ব্যক্তির ছবি বা পরিচয় বা ব্যক্তিগত তথ্য ব্যবহার দণ্ডনীয় অপরাধ যা প্রমাণিত হলে ০৫ বছর পর্যন্ত কারান্ড ও অর্থদন্ড হতে পারে। ২. আপনাকে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে প্রয়োজনে ফেসবুকের প্রোফাইল পিকচারে ব্যবহৃত ছবির ব্যক্তির সাথে যোগাযোগ করে তার আইডি সম্পর্কে নিশ্চিত হবেন। ৩. কোন আইডি থেকে অন্য কোন ব্যক্তি বা রাষ্ট্র নিয়ে আপত্তিকর পোস্ট করলে অযথা লাইক, কমেন্ট, শেয়ার থেকে বিরত থাকুন। এসব পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ারও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

যে কোন প্রকার প্রয়োজনে বিন্দুমাত্র বিলম্ব না করে আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন কিংবা জেলার যে কোন অফিসারের সাথে মোবাইলে বা সরাসরি যোগাযোগ করুন। এছাড়া ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার ন্যায় গোপালগঞ্জ জেলায় চালু করা হয়েছে সাইবার ক্রাইম মনিটরিং সেল, যার রয়েছে একটি ফেইসবুক পেইজঃ সাইবার ক্রাইম মনিটরিং সেল, গোপালগঞ্জ ও একটি সুনির্দিষ্ট মোবাইল নম্বর ০১৩২০০৯৯৫০১।  প্রয়োজনে টোল ফ্রি নম্বর ৯৯৯ এও যোগাযোগ করতে পারেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের সাইবার মনিটরিং টিম সকল বিতর্কিত আইডি মনিটরিং করছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোপালগঞ্জ জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।