চিতলমারীর চরচিংগড়ী এলাকা থেকে গাাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন, উপজেলার চরচিংগড়ী গ্রামের বাবর আলী শেখের ছেলে খোকন শেখ (৩৫) ও আলমগীর শেখের ছেলে শফিকুল শেখ (৩০)
বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বড়বাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস, আই আনিসুর রহমানের নেতৃতে সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার চর চিংগড়ী গ্রাম থেকে ৪২০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ এ,এইস, এম, কামরুজ্জামান নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ী এলাকা থেকে ৪২০ গ্রাম গাঁজাহ আসামীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়নন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।