শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে অসহায় হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিতলমারীর পরানপুর শহীদ শেখ আবু নাছের মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওঃ মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওঃ আনছার আহমদ সিদ্দিকী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এম, মোশাররাফ হোসাইন, ঢাকা মহানগর সভাপতি মাওঃ মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, মাওঃ মোঃ এরসাদ খান, মাওঃ মঈন উদ্দিন, মাওঃ খিজির আহম্মেদ, তানহারুল ইসলাম, সালা উদ্দিন, ইখলাছুর রহমান, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক আবু আইয়্যুব আনছারী, সালা উদ্দিন, রুহানী কবি কারী আবু খায়ের, আমির আহম্মেদ, খায়রুল বাসার প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস