Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিএনপি’র কর্মসূচি পালিত হয়নি, দিনব্যাপী যুবলীগের বিক্ষোভ

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
আগস্ট ৩০, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারীতে বিএনপির কেন্দ্রয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধগতি, নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি থাকলে তাদেরকে মাঠে দেখা যায়নি।

এদিন বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবলীগের নেতৃত্বে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত করেছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবলীগ ও ছাত্রলীগের খন্ড খন্ড বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসতে থাকে।

এসময় চিতলমারী উপজেলা সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুকে যুবলীগের একটি মিছিল থেকে ধাওয়া করে তার ব্যাবহার কৃত মটর সাইকেল অগ্নি সংযোগসহ বাবুকে মারপিট করে আহত করা হয়েছে বলে বিএনপি দাবি করেছেন।

তবে উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান এ এ ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে নবধারা কে বলেন, চিতলমারী উপজেলা বিএনপির মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। তাদের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারনে উপজেলা সদরের অদুরে এই ঘটনা ঘটেছে। এ হামলার সাথে আ’লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।