Nabadhara
ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বড়দিয়া খেয়াঘাট এলাকায় অভিযানে ইয়াবাসহ মনির খান (২৫) ও রফিকুল ইসলাম (১৭) নামে ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। এ সময় সাংবাদিক ও স্থানীয় উৎসুক জনতার ভিড় ছিল লক্ষনীয়।

উপস্থিত ৪জন সাংবাদিকেরা ইয়াবা আটকের পরিমান জানতে চাইলে একটি প্যাকেট থেকে ৪৬ পিচ গননা করে বাতাসে গলে যাবে অজুহাতে আর গননা না করে অনুমানের ভিত্তিতে ১৭৫ পিচ আছে বলা হয়। এছাড়া স্পটে সাংবাদিকদের ছবি ও ফুটেজ নিতে বাঁধা দেওয়ায় স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। তাদের ধারনা ওই প্যাকেটে ২৫০ অধিক ইয়াবা ট্যাবলেট রয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে ৫০০ পিচ ইয়াবা কেনার প্রলোভন দেখিয়ে ওই দু’ যুবকের সাথে তাদের কেনাবেচার চুক্তি হয়। দীর্ঘ অপেক্ষার পর বিকেলে ‘ইয়াবা’ ব্যবসায়ী মনির ও রফিকুলের হাতে আসলে তখনই তাদের আটক করে পুলিশ। আটককৃত মনির খান ও রফিকুল কালিয়া উপজেলার পাটনা গ্রামের জাহাঙ্গীর খান ও রেজাউল শেখের ছেলে।

এ বিষয়ে আভিযানিক দলের এএসআই শরীফ নবধারা কে বলেন, আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ছবি ও তথ্য না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি মাষ্টার প্যারেডের দোহাই দিয়ে এড়িয়ে যান। এ বিষয়ে ওসি ডিবি নাজমুল হুদাকে তার ব্যবহৃত 01320146273 নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।