Nabadhara
ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ভস্মিভূত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটের চরদারিয়ালা বাজারে  ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।  শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  আগুনে ক্ষতি গ্রস্ত  দোকানীরা হলেন, মাওলনা জাকারিয়ার খান টেইলার্স,  হাফেজ নান্নু শেখ। এসময় আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে শেখ বুরহান উদ্দিনের একটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন দোকানীর প্রায়  ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয়রা জানান,  রাত সাড়ে ১১টার দিকে চরদারিয়ালা জাকারিয়ার খান টেইলার্সে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী নান্নু শেখের দোকানে ছড়িয়ে  পড়ে। এসময় এলাকাবাসী  পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস  ১০ মিনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রন করে। এর মধ্যে দুইটি  দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মোল্লাহাট ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার কামরুল ইসলাম নবধারা কে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার ফাইটিং করে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করেছি। যার কারণে আগুন বেশী ছড়াতে পারিনি। এর মধ্যে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।