শরিফুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরা ডিঙ্গী নৌকা ডুবে একজন জেলে নিখোঁজ ও দুই জন আহত হয়েছে।আহত জেলে সাগর দাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিঁখোজ ব্যক্তির উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নবগঙ্গা নদীর কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় একটি বালুবাহী জাহাজ মাছ ধরার একটি ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পার্শ্ববর্তী কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগর দাস (২৫) আঘাত প্রাপ্ত হয়ে সাঁতরিয়ে নদীর তীরে উঠলেও অপর জেলে রাধাকান্ত দাস (৫৫) নিখোঁজ হয়ে যায়। গুরুতর আহত সাগর দাসকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
পরে অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে খুলনা থেকে একটি ডুবুরি দল রোববার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”
তবে এ রিপোর্ট (রবিবার বিকাল ৪ টা পর্যন্ত) লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, বালুবাহী জাহাজ টি আটকের চেষ্টা চলছে।