Nabadhara
ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের নতুন এসপি শফিকুল আলমের যোগদান

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জেলা পুলিশের নতুন এসপি হিসেবে কাজী শফিকুল আলম সোমবার(৫ সেপ্টেম্বর) নতুন কর্মস্থল গাজীপুরে যোগদান করেছেন। সোমবার সকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সহকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে যোগ দিতে আসলে তাকে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী, মো. ছানোয়ার হোসেন, নন্দিতা মালাকার প্রমূখ পুলিশ কর্মকর্তা ছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। সহকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জেলা পুলিশ লাইন পরিদর্শণ করেন সদ্য যোগদান কর। পুলিশের এই কর্মকর্তা।

জানা যায়, ইতোপূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার ছিলেন। পড়াশোনা করেন জাহাঙ্গীর নগর বিশ্বিবিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে। যেখান থেকে ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ । তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকুরিতে যোগ দেন। তিনি দুই কণ্যা সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে তাঁর যোগদান পরবর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।