Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘দেশ ও জাতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে’ –ড.ফরিদুজ্জামান ফরহাদ

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ৬, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

২০ দলীয় জোটের অন্যতম শরীক সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়ার আইনজীবী ও ন্যাশানল পিপলস পার্টির (এনপিপির ) চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমাদের দেশকে জাতিকে রক্ষা করতে হলে এই লুটের সরকার, ভোট ডাকাতির সরকারের হাত থেকে মুক্ত করতে হবে। সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ সোমবার (৫ সেপ্টেম্বর) নড়াইল শহরের কেন্দ্রীয় মন্দিরের পাশে মনির হোসেনের বাসভনের সামনে ন্যাশনাল পিপলস পার্টির নড়াইল জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীফ মনির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক মোঃ ফকরুল ইসলাম, বেলাল আহম্মেদ, আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সস্পাদক বদিয়ার রহমান, শাহাজান মুনসী, মোঃ দাউদ হোসেন মোল্যা ,জসিম উদ্দীনসহ প্রমুখ । পরে বেলাল আহম্মেদ সভাপতি ও আনোয়ার হোসেন কে সাধারণ সস্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি গঠন করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।