Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রাম পুলিশদের মাঝে পোশাক-বাইসাইকেল বিতরণ

 শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ৬, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক, বাইসাইকেল ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের উপজেলার ১২টি ইউনিয়নের ১১৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক, বাইসাইকেল ও অন্যান্য সরঞ্জাম সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ সব সামগ্রী বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ ফকরুল হাসান (সার্বিক), লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস, এম ,এ হান্নান রুনু এতে বিশেষ অতিথি ছিলেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলীর সভাপতিত্বে পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইসলাম ইতি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগী গ্রাম পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।