Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

কোটালীপাড়া প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিপ্লব কর্মকার নামে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
বিপ্লব কর্মকার ৫৬নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে দশরত কর্মকারের ছেলে।

বিদ্যালয় চলাকালীন সময়ে এই শিক্ষক ৫ শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে যৌন হয়রানি করতো বলে কয়েকজন ছাত্রী জানিয়েছে। তার এই কর্মকান্ডের কারণে দুজন ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

শিক্ষক বিপ্লব কর্মকার স্কুল চলাকালীন সময়ে ছাত্রীদেরকে কাছে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো বলে স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া এক ছাত্রী জানিয়েছে।

ওই ছাত্রীর মা বলেন, গত কয়েকদিন ধরে আমার মেয়ে স্কুলে যাচ্ছেনা। তার কাছে স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে আমার মেয়ে শিক্ষক বিপ্লব কর্মকারের এই কুকীর্তির কথা আমাকে জানায়। আমরা এই লম্পট শিক্ষকের শাস্তি দাবি করছি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুকুন্দ লাল বাড়ৈ বলেন, এ ঘটনা আমাকে কয়েকজন অভিভাবক জানিয়েছেন। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে মৌখিক ভাবে জানিয়েছি।

নাম প্রকাশ না করা শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এর আগে বিপ্লব কর্মকার ৪৯নং উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। সেুখানেও এ ধরণের ঘটনা ঘটিয়েছিল বলে আমরা শুনেছি। তারপর ওখান থেকে তাকে এ বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক বিপ্লব কর্মকারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

৫৬নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কিরণ চন্দ্র মন্ডল বলেন, বর্তমানে আমি এলাকার বাহিরে রয়েছি। তাই বিষয়টি সম্পর্কে অবগত নই।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।