নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সূর্যমুখী মাঠ দিবস পালিত হয়েছে। আজ বুধবার ১৮ মার্চ সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের সেনেরচরে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টুঙ্গিপাড়ার আয়োজনে এ মাঠ দিবস পালিত হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ পরিচালক ডঃ অরবিন্দু কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।