বেগ মোঃ সেলিম রেজা (জেলা প্রতিনিধি) গোপালগঞ্জঃ
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জম্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে গোবরা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে আলোচনাসভা, দোয়া ও কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জম্মদিন পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল।
এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী আসাফ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক মৃধা, মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম শেখ , মুক্তিযোদ্ধা নওশের আলী শেখ, মুক্তিযোদ্ধা হালিম ফকির, মুক্তিযোদ্ধা মুন্সি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আশরাফ ফকির, মুক্তিযোদ্ধা মুন্সী শহিদুজ্জামান, কবি গাজী লতিফ, কবি কহিনুর প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউপি সদস্য ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নবধারা/বিএস