বেগ মোঃ সেলিম রেজা (জেলা প্রতিনিধি) গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০১ তম জম্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় মানিকহার হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৪০ পাউন্ডের কেক কেটে ১০১তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উরফি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উরফি ইউপি সাবেক চেয়ারম্যান মনির গাজী, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী কবির হোসেন গাজী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখতারুজ্জামান, দিপিকা রানী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শেখ সবুজ।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নবধারা/বিএস