শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
উৎসব মুখর পরিবেশে চিতলমারীতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও মেন্বর প্রার্থীরা।চিতমারী উপজেলার ৭টি ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে নারীসহ মোট ২৪ জন প্রর্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে স্বতন্ত্র রয়েছেন ১৭ জন। সাধারন ওয়ার্ড মেন্বর প্রার্থী পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২৫০ জন, সংরক্ষিত নারী প্রর্থী ৮৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে
১নং বড়বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা ১১জন, সাধারন সদস্য পদে ৪৫ জন।
১নং- কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন,সংরক্ষিত মহিলা সদস্য ১৩জন এবং সাধারন সদস্য ৩৬ জন।
৩ নং- হিজলা ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন,সংরক্ষিত মহিলা সদস্য ১১জন, সাধারন সদস্য ৩৪ জন।
৪নং- শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান ১ জন, সাধারন সদস্য ৩২জন, সংরক্ষিত ১১জন।
৫নং-চিতলমারী সদর ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১জন,সাধারন সদস্য ৩০জন।
৬নং- চরবাািনয়ারী ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, সাধারন সদস্য ৩১জন ও
৭নং- সন্তোষপুর ইউনিয়নে চেয়ারম্যান ১ জন, সাধারন মহিলা সদস্য ১৬ জন, সাধারন সদস্য ৪২ জন মোট চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৪ জন।