শফিকুল ইসলাম,চিতলমারী :
বাগেরহাটের নবনিযুক্ত জেলা প্রশাসাক আ.ন. ফয়জুল হক চিতলমারী উপজেলা জনপ্রতিনিধি, সকারী কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ও সুধী জনদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৩০মি: সময় উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, জেলা প্রশাসকের সফর সঙ্গী সহকারী কমিশনার মো: আজিজুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্ন, বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগন ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম।