স্টাফ রিপোর্টার, চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকাল ৩টার সময় ২নং কলাতলা ইউনিয়নের সতন্ত্র প্রার্থী আলমগীর সিদ্দিকীর ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাদশা শেখের সমর্থকদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় সতন্ত্র প্রার্থী আলমগীর সিদ্দিকীও গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন জহুরুল ইসলাম (৩২), মীর শাহাজাহন (৬০), ও নাবিম মীর (২৬) তাদেরকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী বাদশা শেখ জানান তার ৪ সমর্থক আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।তারা হলেন রফিক ফকির (৩৫), হুরমুজ (৩৩), খোকন শেখ (৩২), লিটন শেখ (৩০)।