মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বাঁশগ্রাম বাজার এলাকা থেকে মোঃ তোফায়েল শেখ (২৫) নামে ৪ টি মাদক মামলার আসামীকে ৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোফায়েল উপজেলার চাচুরী গ্রামের আকছের শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল উপজেলার বাঁশগ্রাম বাজারে অভিযান চালিয়ে চারটি মাদক মামলার আসামী তোফায়েলকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেন। নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই প্রতিবেদক কে জানান, গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।