নবধারা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চড়ক ঘুল্লী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫ টায় টুঙ্গিপাড়া উপজেলার রুপহাটি গ্রামবাসীর আয়োজনে রুপহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চড়ক ঘুল্লী অনুষ্ঠিত হয়।
চরক ঘুল্লী বিকালে হলেও সকাল থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়াসহ আশ পাশ এলাকার কয়েক হাজার নারী পুরুষ দুপুর থেকেই মাঠে ভিড় করতে থাকেন।
এ চড়ক ঘুল্লি দেখতে আসা নরেশ মন্ডল বলেন, করোনার পরে এমন আয়োজনে বেশ ভালো লাগছে।