Nabadhara
ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
মার্চ ২০, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার চিতলমারীঃ

বাগেহাটের চিতলমারীতে মনোনয়ন পত্র যাচাই- বাছাইয়ের সময় সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেননি। ঘটনার পর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী শনিবার (২০ মার্চ) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়ে ২নং কলাতলা ইউনিয়নের আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদশা শেখ ১৯ মার্চের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে আপত্তিকর ভিডিও ফুটেজ প্রচার করে। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ের দিনে উপজেলা চত্বরে আ’লীগ সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় আমার ৭/৮ জন নেতাকমর্ী আহত হয়েছেন। তিনি আ’লীগের বিপক্ষে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার জন্য ইউনিয়ন বাসির প্রতি আহবাবন জানান।

স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোঃ আলমগীর হোসেন বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদশা শেখের লোকজন তাকেসহ তার লোকজনের ওপর হামলা চালিয়েছে। আমি এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই।

এ ব্যাপারে চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক নবধারা কে জানান, কলাতলা ইউনিয়নের নৌকার প্রতীকের মনোনয়ন প্রার্থী মোঃ বাদশা শেখ ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর সিদ্দিকীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেণনি।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।