বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
অতি সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় মাস্ক বিতরণ ও জনসচেতনতামুলক প্রচারণা শুরু করা হয়েছে।
‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে আজ রোববার (২১ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাসযাত্রী ও বাসস্ট্যান্ডে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
এ সময় টুঙ্গিপাড়া থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস