মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধি:
ধান ক্ষেতের ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়া বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রোনা বেগম (৩৫) নামে এক গৃহবধুর প্রান গেল । গতকাল ২০ মার্চ শনিবার সন্ধ্যায় কালিয়া উপজেলার পারবিলবাউজ মাঠে বোরক্ষেতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
দুই সন্তানের জননী রোনা বেগম উপজেলার পারবিলবাউজ গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের স্ত্রী । পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পারবিলবাউজ বিলের নিজস্ব বোরক্ষেতের ইঁদুর মারতে ওই গ্রামের আলী মিয়া শিকদার (৬০) বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন । ঘটনারদিন সন্ধ্যা ৬ টার দিকে অসাবধানতা বশতঃ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই জড়িয়ে পড়েন। ধানক্ষেতের পাশে থাকা গৃহবধু রোনা আলী মিয়াকে বাঁচাতে তাকে ধাক্কা মেরে বিদ্যুতের স্পর্শ থেকে বাঁচাতে পারলেও তিনি নিজেই বৈদ্যুতিক ফাঁদে মারাত্মক আহত হন। বিদ্যুৎ স্পর্শে আহত দুইজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দিলে আলী মিয়ার প্রান রক্ষা হলেও শনিবার রাতে রোনা বেগমের মৃত্যু হয়।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, গৃহবধু রোনার লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরন করা হয়েছে।