মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
কালিয়ার বড়দিয়া গৌড়ীও মঠে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি, এম কবিরুল হক (মুক্তি’র) আশু রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়েছে। ২৩ মার্চ (মঙ্গলবার) সন্ধা ৭ টায় থানা ছাত্রলীগের সভাপতি খান রিয়াজের উদ্যোগে সন্ধা আরোতি শেষে এ প্রার্থনা করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন গৌড়ীও মঠের স্বার মহারাজ।
এ সময় অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংসদ কবিরুল হক মুক্তি গত বুধবার (১৬ই মার্চ) করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।