নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর পাশেই বকুল চারা রোপণ করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার ২৭ মার্চ বেলা ১১ টা ৩৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ১১ টা ৫৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোস শেখ রেহানা উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে টুঙ্গিপাড়া সহ আশেপাশের গ্রামের লোকজন ভারতের প্রধানমন্ত্রীর রোপন করা এই গাছটি দেখতে ভিড় করছেন। অনেকেই এই গাছের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
টুঙ্গিপাড়ার শেখ পলেন বলেন, নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়াতে বৃক্ষরোপণ করেছেন এজন্য আমরা টুঙ্গিপাড়াবাসী অত্যন্ত আনন্দিত। এই বৃক্ষটি আজীবন টুঙ্গিপাড়ায় ভারতের রাষ্ট্র প্রধানের স্মৃতি ফলক হিসেবে থাকবে।
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস বলেন, এই প্রথম টুঙ্গিপাড়ায় বাইরের দেশের কোন রাষ্ট্রপ্রধান আগমন করেছেন। এত বড় মাপের একজন অতিথি আমাদের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ করেছেন সেজন্য তাকে আন্তরিক শুভেচ্ছা এবং মুজিবীয় সালাম জানাই।