রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার ২৮ ই মার্চ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন এ শোভাযাত্রার উদ্ভোধন করেন।
৫০ জন রোভার স্কাউট ও ৫০ জন বিএনসিসির অংশগ্রহণে শোভাযাত্রাটি পাটগাতি বাসস্টান্ড হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ গিয়ে শেষ হয়।
এ সময় রোভার স্কাউট ও বিএনসিসি কে ফুল দিয়ে অভিনন্দন জানাতে হাজির ছিলেন গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মঞ্জুর রশিদ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি।
এসময় গনিত বিভাগের প্রধান বাবর আলী মোল্যা, সহকারী শিক্ষক আবু সাঈদ, কলেজের রোভার স্কাউটের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস , সহকারি আর এস এল কাউসার আহম্মেদ বাধন, ও অফিস সহকারী সহ কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।