নবধারা প্রতিনিধি:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি দেদারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস,মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম,বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক পান্না,বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকিত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শৌলেন্দ্রনাথ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।