Nabadhara
ঢাকাবুধবার , ৩১ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বিষ্ণু চক্রবর্তীর চিকিৎসায় নতুন করে মেডিকেল বোর্ড গঠন

MEHADI HASAN
মার্চ ৩১, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট প্রতিনিধিঃ

বিভিন্ন উপসর্গ নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি দৈনিক কালেরকন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসায় নতুন করে বৃহত পরিসরে উচ্চ পর‌্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বি এস এম এম ইউর বিভিন্ন বিভাগের প্রধানরা ওই বোর্ডে উপস্থিত থাকবেন। বিভিন্ন টেস্টের রিপোর্ট বুধবার বোর্ডে উপাস্থাপন করা হবে। বি এস এম এম ইউ এর মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাত ওই বোর্ডের প্রধান। বি এস এম এম সুত্র এই তথ্য জানিয়েছেন।

বিষ্ণু প্রসাদের চিকিৎসায় এর আগে ২২ মার্চ বিভিন্ন বিভাগের ৯ জন বিভাগীয় প্রধানকে নিয়ে বি এস এম এম ইউতে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত ভাবে বিষ্ণু প্রসাদের রোগ নির্ণয় করতে পারেনি। বিষ্ণু প্রসাদ করোনার টিকা গ্রহণ করার পর থেকে প্রায় দুই মাস ধরে বিভিন্ন উপসর্গের সাথে লড়াই করে বেঁচে আছেন। ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ রয়েছেন।

বাগেরহাট এবং খুলনার চিকিৎসকরা দফায় দয়ায় বিভিন্ন টেস্ট করেও তার রোগ নির্ণয় করতে পারেনি। অবস্থার আরো অবনতি হলে ১৬ মার্চ তাকে বাগেরহাট থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় বিএসএমএমইউতে ভর্তি করা। সেখানে মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাতের অধিনে এই সাংবাদিকের চিকিৎসা চলছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।