Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে কৃষকের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি!

MEHADI HASAN
এপ্রিল ১, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া  প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র কয়েকশ গজ দূরেই তেরখাদা-কালিয়া প্রধান সড়কের পাশে বিলদুড়িয়া নামক গ্রামে দুপুর বেলায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। ওই গ্রামের মৃত দুদু শেখের পুত্র কৃষক মঞ্জুর শেখের বাড়ীতে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বাড়ীর পাশের নদীতে গরু গোসল করাতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দুইটি চায়না তালা ভেঙ্গে নগদ ৪০হাজার টাকা,স্বর্ণের কানের দুল, গলার মালাসহ মোট আড়াই ভরি স্বর্ণ, চার থেকে পাঁচ ভরি ওজনের রুপার নুপুর ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরের দল।

এ বিষযয়ে ভুক্তভোগী কৃষক মঞ্জুর শেখ বলেন, গতকাল আমি আমার এক আত্মীয়র কাছ থেকে ৪০ হাজার টাকা এনে আলমারিতে তালা দিয়ে রাখি এবং ভারতে থাকা আমার মেয়ের কানেরদুল, গলার স্বর্ণের মালা ও রুপার নুপুর আগে থেকেই ওই আলমারিতে রাখা ছিল। আমি কৃষি কাজ করার ফাঁকে বাড়ীতে গরু লালন পালন করি। দুপুরে গরু নিয়ে পাশে নদীতে গোসল করাতে নিয়ে গেলে এসে দেখি আমার সব শেষ করে গেছে।

এ বিষয়ে বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারান চন্দ্র বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ওই বাড়ীটি পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত পদপে নেওয়া হবে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী বিলদুড়িয়ার পার্শ্ববর্তী গ্রাম আড়ফাংগাশিয়ায় স্কুল শিক কাজী আব্দুল্লাহর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির সময় ডাকাতি কাজে বাধা দেওয়ায় জামাল শেখ নামে এক যুবক ডাকাতের গুলিতে নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।