শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে মুজিব শতবর্ষে ভূমিহীনদের পূর্নবাসনের জন্য দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ২৫টি ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা এ উদ্বোধন করেন।
শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তসরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আঃ হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা এম এম হাসান,তুরফান সিকদার, হারেজ সিকদার, আবুল কালাম, শালনগর ইউপি সচিব মাসুদুর রহমান, কামরুল ইসলাম, মুন্নু শিকদার প্রমূখ।
জেলা প্রশাসক আঞ্জুমান আরা বলেন, এই প্রকল্পে ৪২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এক একর জমির ওপরে ২৫ টি ঘর নির্মাণ করা হবে এবং এই প্রকল্পকে তিনি মুজিব পল্লী হিসেবে ঘোষণা করেছেন।