নবধারা প্রতিনিধিঃ
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জে পুলিশের পক্ষ থেকে আজ শুক্রবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মেডিকেলে ভর্তিচ্ছু পরীর্ক্ষার্থী ও অবিভাবকদের মাঝে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।
সকালে জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ফটকের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মাস্ক বিহীন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু পরীর্ক্ষার্থীদের মাস্ক পরিয়ে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করে হলের ভিতরে প্রবেশ করানো হয়। এসময় তাদের অবিভাবক এবং সড়কে চলাচলকারী জনসাধারণের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়্ ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।