কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার রুঙ্গু (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর উপজেলার কুরপালা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে কুরপালা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার রুঙ্গুর জানাজায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ গভীর শোক প্রকাশ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার রুঙ্গু দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারিয়েছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।