নবধারা ডেস্কঃ
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল রাজনৈতিক জীবনের উপর আলোকচিত্র প্রদর্শন করার জন্য টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন কে জায়েন্ট স্ক্রিন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে: কর্নেল এস এম জুলফিকার রহমান গোপালগঞ্জের উপ সহকারী পরিচালক জানে আলমের নিকট এ জায়েন্ট স্ক্রিন হস্তান্তর করেন।
এ সময় টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম সহ ফায়ার কর্মীরা উপস্থিত ছিলেন।