বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর খালাতো ভাই টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মনিকোঠায় স্থান নেওয়া অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত শেখ সাইদুল ইসলাম সাইদ, সহ-সভাপতি ও তার সহধর্মিণী এবং ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি তাদের একমাত্র পুত্রসন্তান এবং শারীরিকভাবে অসুস্থ সহ-সভাপতি শেখ কামরুল হাসান টবা সহ করোনা আক্রান্ত সকলের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার মাগরিব বাদ টুঙ্গিপাড়া শেখ বাড়ি জামে মসজিদে আমরা টুঙ্গিপাড়া বাসীর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রাজিয়া নাসের ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ডের কাজী আরিফুজ্জামান, ৫ নং ওয়ার্ডের কাজী ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১ এপ্রিল) শেখ সাঈদ ও শুক্রবার (২ এপ্রিল) শেখ মিলির করোনা পরীক্ষায় তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। তারা দুজনে বর্তমানে করোনাক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ২১০ নাম্বার কেবিনে প্রোভিসি প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
নবধারা/বিএস