শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল প্রথম পর্বের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে ইউএনও মোঃ মারুফুল আলম এ প্রশিক্ষনের সমাপ্তি ঘোষণা করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ১ শত মেধাবী প্লাটফরমের শিক্ষার্থী মেয়েরা এই প্রশিক্ষনে অংশগ্রহণ গ্রহন করেন। পর্যায়ক্রমে ১ হাজার ছাত্রী (মেয়েদের) এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক প্রমূখ উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।