Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুইসাইড নোট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

MEHADI HASAN
এপ্রিল ৬, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তাওহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরে সুইসাইড নোট লিখে মোঃ হাফিজুল ইসলাম হাওলাদার (২৫)নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে ।

গত সোমবার দুপুরে ইন্দুরকানীতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোঃহাফিজুল ইসলাম হাওলাদার স্থানীয় সরকারি কলেজের স্নাতকের ছাত্র ও শেখ ফজলুল হক মনি ব্রিজের টোল আদায়ের কাজ করতেন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুলকে তার পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তিনি গত ২ মাস আগে বিয়ে করেছেন।

এদিকে তার ঘরে পাওয়া  প্যাডে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে   লেখা রয়েছে, বিদায় পৃথিবী। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমাকে মাফ করে দিয়েন। দয়া করে আমার লাশটা ময়নাতদন্ত করবেন না। বাবা-মা আমার জন্য অনেক কষ্ট করেছেন বিনিময়ে কিছুই দিতে পারিনি। আমার এমন পরিণতি হবে কখনো ভাবিনি।আপনারা আমার চাওয়া কখনো অপূরণ রাখেননি।যা চাইছি দিছেন, কখনো কৈফিয়ত চাননি। এরপরও আমার এমন পরিণতি হলো কেন? বাবা-মা আমাকে মাফ করে দিয়েন। বোনরা আমার সবাই ভালো থেকো, যদি পারো আমার জন্য দোয়া করো। বড় ভাইয়া আমাদের পরিবারটাকে নিজের মতো দেখে রাইখেন আর ছুরু বড় হলে নিজের বোনের মতো বিবাহ দিয়েন। লামু সোনা পাখি, আমার জন্য অনেক কষ্ট করেছো। তোমার জন্য কিছুই করতে পারি নি। আমাকে ক্ষমা করে দিও।

তিনি তার মা-বাবর উদ্দেশ্যে আরো লিখেন, আব্বা আমার গাড়িটা বিক্রি করে আমার কাছে পাওনা ৮১ হাজার টাকা (চার পাওনাদারের নাম ও পাওনা টাকা উল্লেখ করে) দিয়ে (পরিশোধ) দিবেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ(ওসি) নবধারা কে বলেন, তার আত্মহত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মা আমাকে জানিয়েছেন তার উপর জ্বীনের আছর ছিলো।চিকিৎসকের পরামর্শ মতে গত জানুয়ারি মাসে তাকে বিয়ে করানো হয়।

নবধারা/এমএইচ০০৭/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।