শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলেও কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সদর হাসপাতালসহ জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের উপস্থিতির সংখ্যা লক্ষ্যনীয়।সবার স্বতঃস্ফূর্ত ভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।
জেলায় দ্বিতীয় ডোজের জন্য ২৪ হাজার ডোজ টিকা এসেছে।
সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার জানান, একই সাথে প্রথম ডোজের টিকা ও রেজিষ্ট্রেশন চলবে। তিনি আরো বলেন, প্রথম ডোজের টিকা যারা নিয়েছেন তারা যেন সবাই দ্বিতীয় ডোজের টিকা নেয়। জেলায় এ পর্যন্ত জেলা মোট ২৯ হাজার ৬ শত ২২ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।