নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে দাদীর সাথে ঘুরতে বের হয়ে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল মনিকা (৭) নামে এক শিশুর। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে সাম্পান পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিকা কাশিয়ানী উপজেলার নাওড়াদোলা গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: ওমর ফারুক নবধারা কে জানান, মনিকা দাদীর সাথে তার ভাই বাড়িতে ঘুরতে যায়। তারা দু’ জনে হাত ধরে মহাসড়কের ফুটপাত দিয়ে হাটছিল। হঠাৎ মনিকা দৌড়ে সড়ক পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটর সাইকেলটি পুলিশ আটক করেছে। চালক পালিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ পরিবারে কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।