তাওহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনের ৫০ মিটার উচু টাওয়ারের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকা রফিকুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে জীবিত অবস্থায় উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজিরপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারম্যান নাজমুল ইসলাম।
গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দীর্ঘা ব্রীজ এলাকায় ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনের ৫০ মিটার টাওয়ারের উপর কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুৎতের এক লাইনম্যান ওই টাওয়ারের উপরই ঝুলছিলেন। এ সংবাদ পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে ফায়ার ফাইটারম্যান নাজমুল ইসলাম জীবনের ঝুকিঁ নিয়ে ওই টাওয়ারের উপর থেকে জীবিত অবস্থায় লাইনম্যান রফিকুল ইসলামকে উদ্ধার করে। তাৎক্ষনিক তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরপুর জোনাল অফিসের লাইনম্যান শেখ ফয়সার নবধারা কে জানান, পল্লী বিদ্যুৎতের নাজিরপুরের দীর্ঘা ব্রীজ এলাকায় ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনের ৫০ মিটার এ্যাঙ্কর নামক টাওয়ারের লাইনে ত্রুটি দেখা দেয়ায় এজিএম স্যারের নির্দেশে লাইনম্যান রফিকুল ইসলামসহ আমি ওই টাওয়ারের ত্রুটি ঠিক করতে সেখানে যাই। কাজ শুরুর আগে লাইন সাটডাউনও দেয়া হয়। পরে কাজ শেষে লাইন চালু করা হলে অসাবধানতাবশত রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাওয়ারের ঝুলে থাকে। বিয়ষটি সাথে সাথে কর্তৃপক্ষকে জানালে নাজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে আসে এবং জীবনের ঝুকিঁ নিয়ে এ অবস্থা থেকে রফিকুলকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারম্যান নাজমুল।
ফায়ার ফাইটার ম্যান নাজমুল নবধারা কে জানান, শরীরের লোম দাড়িয়ে যাওয়ার মত ঝুকিঁপূর্ণ একটা উদ্ধার অভিযান। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই, যেন মানুষের বিপদে এভাবেই সব সময় পাশে থাকতে পারি।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত)মোঃ জাকারিয়া নবধারা বলেন, সংবাদ পেয়ে আমি ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাইনম্যান রফিকুলকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শেখ মোহাম্মদ আলী বলেন, আমরা নিজেরাই বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে এ ঘটনায় তাৎক্ষনিক তিন সদস্যের একটি কমিটি গঠণ করা হয়েছে। রির্পোট পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ঈশিতা সাধক জানান, রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবধারা/বিএস