তাওহিদুল ইসলাম জিসান, নাজিরপুর প্রতিনিধিঃ
শেষ চৈত্রের প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির দেখা না-মেলায় পিরোজপুরের ৭টি উপজেলায় পানিবাহিত ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
জেলায় গত ৭ দিনে সরকারি হিসাবে শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৯৫ জন। বেসরকারিভাবে এ সংখ্যা আরও বেশি।
সূত্রমতে, বেসরকারিভাবে ডায়রিয়ায় ৭ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ শতাধিক।
জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্রমতে, ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় জেলায় ৬৮টি মেডিকেল টিম কাজ করছে।
গত ২৪ ঘণ্টায় আরও আক্রান্ত হয়েছে প্রায় ৪৪ জন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে নবধারা কে জানান জেলা হাসপাতালের কর্তব্যরত ডায়রিয়া ওয়ার্ডের নার্স মীরা রানী বড়াল।
জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ১ মাসে ডায়রিয়া ওয়ার্ডে এক হাজার ২৫২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
নবধারা/বিএস