তাওহিদুল ইসলাম জিসান, নাজিরপুরঃ
পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডাঃ আখতারুজ্জামান এমবি বি এস(ডি ইউ)বি অর্থ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে অসহায় হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৩ টা থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চিত্র নায়ক জায়েদ খান এর উদ্যোগে এ কর্মসূচিতে হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, শিক্ষা উপকরণ এবং ঔষধ প্রদান করা হয়।
সাপোর্ট মানব কল্যাণ সংস্থা নাজিরপুর উপজেলা শাখার সভাপতি রহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোশারেফ হোসেন খান।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভপতি তানভীর হাসান ডালিম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস