মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নে মাদক বিরোধী যৌথ অভিযানে মাদকসহ বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যাকে ৬ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ।
আজ ১২ এপ্রিল (সোমবার) সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত অভিযান পরিচালনা করে পেড়োলী ইউনিয়ন কমপ্লেক্স ভবনের ২য় তলা থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ নবধারা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার পেড়োলী ইউনিয়ন কমপ্লেক্স এর ২য় তলায় মাদকের কারবার চলছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যকে ৬পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ অভিযানে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম ও কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া উপস্থিত ছিলেন। এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, উক্ত বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যা গত বছর করোনাকালীন অনুদান ও সরকারী ভিজিডি চাউল আত্মসাতের অভিযোগে বহিস্কার হন। তার বিরুদ্ধে দুর্ণীতির মামলা চলমান, সে বিভিন্ন মামলার প্রধান আসামী এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে।
নবধারা/বিএস