নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জে কোনো মাধ্যমেই যাতে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। আজ ১৪ এপ্রিল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের এলজিডি মোড়, পুরাতন লঞ্চঘাট,বঙ্গবন্ধু সড়ক ,বড় বাজার ও শহরতলি এলাকায় চেকপোস্ট রয়েছে। শহরে সীমিত আকারে কিছু রিকশা ,অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। তবে শহরের প্রানকেন্দ্র চৌরঙ্গীর মার্কেট ও দোকান বন্ধ রয়েছে।
জেলার অন্যন্ন উপজেলা কাশিয়ানী, মুকসুদপুর, কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় লক ডাউন কার্যকর করতে মাঠে শক্তভাবে অবস্থান করছেন স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে বলেন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।