মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে সরকারের সিদ্ধান্তের সাথে একমত হয়ে সর্বস্তরের জনতা পালন করছে লক ডাউন। জরুরী সেবা বা লক ডাউনের আওতামুক্ত ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান ও কার্যক্রম ছিলো বন্ধ।
বাংলা নববর্ষ ও পবিত্র রমজানের প্রথম দিন মোল্লাহাটের সর্বত্র ছিলো প্রায় জন শুন্য। লকডাউনে সকল দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বুধবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা।
শুধু মাত্র ওষুধ, ব্যাংক, এটিএম বুথ, ও নিত্য পন্যের দোকান ছাড়া সমস্ত সরকারী বেসরকারী অফিস বন্ধ রয়েছে। খুলনা মাওয়া মহাসড়কে পন্যবাহী ট্রাক ও কাভার্ট ভ্যান চলতে দেখা গেছে ও গণ পরিবহন ও দুর পাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।