Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরীর গান পাউডার উদ্ধার

MEHADI HASAN
এপ্রিল ১৬, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরীর বিপুল পরিমান গান পাউডার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১১ টায় কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে এ সকল বস্তু উদ্ধার করে কালিয়া থানা পুলিশের একটি দল।

উদ্ধার অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার নবধারা কে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আসামী সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধা দীর্ঘ দিন যাবত অবৈধ সীমানা পিলার তৈরী ও বিক্রির সাথে জড়িত রয়েছে। উদ্ধার অভিযানে আমরা তার বাড়ি হতে বোমা তৈরীর গান পাউডার সদৃশ বস্তু এবং ব্রিটিশ আমলের একটি সিমানা পিলার উদ্ধার করি। সিমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের লেখা B T E C 1818 লেখা রয়েছে।

এ ঘটনায় কালিয়া থানায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে ইউপি সদস্য আশরাফুল মৃধার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও ইউপি সদস্য আশরাফুলের নামে কালিয়া থানায় ৫টি মামলা চলমান রয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।